ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

রামুতে স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যা

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ১৯ জুন ২০২৪   আপডেট: ১৪:২০, ১৯ জুন ২০২৪
রামুতে স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যা

কক্সবাজারের রামুতে স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ জুন) ভোর রাতে উপজেলার ঈদগড় ইউনিয়নের উপরের খিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার কামাল হোসেনের মেয়ে রুবি আক্তার (১৯) ও তার স্বামী নূর মোহাম্মদ (২৮)। নূর মোহাম্মদ চট্টগ্রামের রাউজান এলাকার বাসিন্দা।

ঈদগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুট্টো বলেন, উপরের খিল এলাকায় স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যার বিষয় জেনেছি। তবে আমি এই মুহূর্তে কক্সবাজার অবস্থান করায় এর বেশি কিছু বলতে পারছি না।

আরো পড়ুন:

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ধারণা করা হচ্ছে, রাত ২-৩ টার দিকে এই ঘটনা ঘটেছে। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

তারেকুর/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়