ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

সুনামগঞ্জে বন্যার পানিতে ডুবছে নতুন নতুন এলাকা

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ১৯ জুন ২০২৪  
সুনামগঞ্জে বন্যার পানিতে ডুবছে নতুন নতুন এলাকা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে সুনামগঞ্জে দেখা দিয়েছে বন্যা। আকস্মিক বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট। পানি বাড়তে থাকায় ডুবছে নতুন নতুন এলাকা। এতে জনদুর্ভোগ পৌঁছেছে চরমে।

বুধবার (১৯ জুন) সরেজমিনে সুনামগঞ্জ পৌর শহরের নবীননগর, কাজির পয়েন্ট, ষোলঘর সবজি বাজার ঘুরে দেখা যায়, পানি কিছুটা কমেছে। তবে হাছননগর, উত্তর আরপিননগর, তেঘরিয়া, নতুনপাড়া, হাজিপাড়া, শান্তিবাগ, বাঁধনপাড়াসহ বিভিন্ন পাড়া-মহল্লায় পানি বেড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, বুধবার সকাল ৯টায় সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে সুরমার পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া, গত ২৪ ঘণ্টায় জেলায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

স্থানীয়রা জানান, পাহাড়ি ঢলের সঙ্গে টানা বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। এছাড়া, প্রতিনিয়ত পানি বাড়ছে। আবার এক জায়গার পানি নেমে গিয়ে অন্য জায়গা প্লাবিত হচ্ছে। বর্তমানে জেলার কোনো হাওর কিংবা নদীর আর ধারণ ক্ষমতা নেই। এ অবস্থায় পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।

সুনামগঞ্জ শহর ছাড়াও বন্যার পানিতে তলিয়ে গেছে সদর উপজেলা, বিশ্বম্ভরপুর, ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর, শান্তিগঞ্জ ধর্মপাশা ও মধ্যনগর। এসব এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ভারতের মেঘালয়ে বৃষ্টি অব্যাহত থাকায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে৷ এছাড়া জেলায় আগামী দুই দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মনোয়ার/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ