ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, নিহত বেড়ে ১০

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ১৯ জুন ২০২৪   আপডেট: ১৫:৩০, ১৯ জুন ২০২৪
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, নিহত বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। বুধবার (১৯ জুন) দুপুরে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার ভোর ও মধ্যরাতে পাহাড় ধসের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৯ জন রোহিঙ্গা ও একজন স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।

নিহতরা হলেন- ক্যাম্প-৯ ব্লক আই/৪ এর হোসেন আলী (৫০), আনোয়ারা বেগম (৪০), ব্লক আই/৯ এর মোহাম্মদ সালমান (৩), ক্যাম্প-১০ এর আব্দুল কালাম (৪৭), সেলিমা খাতুন (৪২), আবু মেহের (১৯), জয়নব বিবি (২০), ক্যাম্প- ৮ ব্লক বি-৪২ এর মো. হারেস (২), ক্যাম্প-১ ব্লক এফ/৫ এর পুতনি (৩৪) ও ১৪ নম্বর ক্যাম্প সংলগ্ন স্থানীয় বাসিন্দা মো. আব্দুল করিম (১২)।

আরো পড়ুন:

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উখিয়ার ৯ নম্বর ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। পরে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়।

‘বুধবার ভোরে ৮ ও ১০ নম্বর ক্যাম্পে পাহাড় ধসে মাটিচাপা পড়ে সাত জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পর্যায়ক্রমে তাদের মরদেহ উদ্ধার করে।’ - যোগ করেন তিনি।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক আমির জাফর বলেন, অতিভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

তারেকুর/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়