ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় এক পশলা বৃষ্টিতে স্বস্তি  

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ১৯ জুন ২০২৪  
খুলনায় এক পশলা বৃষ্টিতে স্বস্তি  

দীর্ঘ প্রতীক্ষার পর আষাঢ় মাসের পঞ্চম দিনে আজ বুধবার (১৯ জুন) খুলনা শহরে এক পশলা বৃষ্টি হয়েছে। এতে মানুষের মধ্যে স্বস্তি এসেছে। খুলনাঞ্চলে বেশ কিছু দিন ধরে ভ্যাপসা গরম পড়ছিল। বৃষ্টির পর গরম কমেছে।

তবে হঠাৎ বৃষ্টিতে গণপরিবহনের যাত্রী ও সড়কে থাকা পথচারীরা কিছুটা সমস্যায় পড়েন। বিভিন্ন এলাকায় ফুটপাতের বিক্রেতাদের দোকান গুটিয়ে নিতে দেখা যায়। গরমে অতিষ্ঠ অনেককে বৃষ্টিতে ভিজতে দেখা গেছে।

আরো পড়ুন:

খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, বুধবার (১৯ জুন) সকাল ৯টা থেকে খুলনায় বৃষ্টি শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিও বাড়বে। দুপুর ১২টা পর্যন্ত ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

সারা দিন বৃষ্টিপাতসহ আকাশ মেঘলা থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

নুরুজ্জামান/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়