ঢাকা     সোমবার   ০৮ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৪ ১৪৩১

মারামারির মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ১৯ জুন ২০২৪  
মারামারির মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান

ফরিদপুরের সালথায় একটি মারামারি মামলায় হাবিবুর রহমান লাবলু (৫৫) নামের এক ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। হাবিবুর রহমান উপজেলাটির গট্টি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান। একই সঙ্গে একই ইউনিয়নের হাবি মোল্লা (৩০) নামের এক ইউপি সদস্যকেও একই মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৯ জুন) দুপুরে ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক এমএ সাঈদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আদালত সূত্রে জানা গেছে, একটি মারামারি মামলায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু ও ইউপি সদস্য হাবি মোল্লা মহামান্য হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জামিন শেষে ফরিদপুরের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ফরিদপুরের সালথার কাঁঠালবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি মারামারি সংঘটিত হয়। সে মামলায় সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, ইউপি সদস্য হাবি মোল্লাসহ ৪৬ জনের নাম উল্লেখ করে সালথা থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর জামিনে রয়েছেন।

তামিম/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়