ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

নেত্রকোণায় নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ১৯ জুন ২০২৪  
নেত্রকোণায় নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

নেত্রকোণায় উজানের ঢল ও টানা বৃষ্টিতে ২৪ ঘণ্টায় কংস, ধনু ও উব্ধাখালি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে সোমেশ্বরীর পানি কিছুটা কমেছে। উব্ধাখালি নদীর পানি বৃদ্ধি পেয়ে কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে বহমান। এতে করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (১৯ জুন) সকাল ৯টার দিকে উব্ধাখালি নদীর পানি বৃদ্ধির কথা জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড।
এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান বলেন, ‘কংস নদের পানিও জারিয়া পয়েন্টে বিপদসীমার কাছাকাছি মাত্র ৩ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। এ ছাড়া জেলার হাওরাঞ্চলের মাঝ দিয়ে বয়ে যাওয়া ধনু নদের পানি খালিয়াজুরী পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমেশ্বরীর পানি কমে দুর্গাপুর পয়েন্টে বিপদসীমার ১.৫০ মিটার এবং বিজয়পুর পয়েন্টে ২.৯৯ মিটার নিচ দিয়ে বইছে।’

জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, ‘জেলায় এখন পর্যন্ত বন্যা না হলেও আশঙ্কা রয়েছে এবং তা মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।’

আজ সকালে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা থেকে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি সবাইকে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

দেলোয়ার/ফয়সাল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়