হেডফোন লাগিয়ে রেললাইনে নারী, ট্রেনে কাটা পড়ে মৃত্যু
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে জোসনা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুন) উপজেলার ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোসনা বেগম লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের নাগেরহাট গ্রামের নোমান বেপারীর মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে বলতে অন্যমনস্কভাবে রেললাইন অতিক্রম করছিলেন। সে সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মধুমতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্রীনগর রেলস্টেশনের কর্মকর্তা মোহাম্মদ হাসান বলেন, খবর পেয়ে রেল পুলিশ ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসেছে। নিহত নারী কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলার সময় এ দুর্ঘটনা ঘটে।
রতন/কেআই