ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

‘বাক স্বাধীনতাকে সংবিধানে সমুন্নত করেছিলেন বঙ্গবন্ধু’

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ২০ জুন ২০২৪  
‘বাক স্বাধীনতাকে সংবিধানে সমুন্নত করেছিলেন বঙ্গবন্ধু’

‘চিন্তা-বিবেক ও বাক স্বাধীনতাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধানে সমুন্নত করেছিলেন। জনগণের মধ্যে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিজ্ঞাবদ্ধ। সকল কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সুশাসন নিশ্চিত করার প্রয়াসে এগিয়ে চলেছে দেশ।’

বৃহস্পতিবার (২০ জুন) কক্সবাজারে ‘তথ্য অধিকার আইন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে প্রশিক্ষণে শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমিক-মালিক উভয়ের স্বার্থ রক্ষার বিষয়টি মাথায় রেখে কম সময়ের মধ্যেই শ্রম আইন ও বিধিমালা হালনাগাদ করার কাজ চলছে। শ্রমিক-মালিক মিলেই দেশকে এগিয়ে নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত করতে শ্রমিক-মালিক ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, কক্সবাজারের চারপাশে চলমান মেগা প্রকল্পের দিকে তাকালেই বোঝা যায় দেশ ধীরে ধীরে স্মার্ট হচ্ছে। এর ধারাবাহিকতা রক্ষায় সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন করা জরুরি। কর্মহীনতা দূর করে সকল শ্রেণিপেশার সার্বিক কল্যাণ নিশ্চিত করেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা সম্ভব।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণে তথ্য অধিকার নিয়ে সূচনা বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের উপসচিব বিমলেন্দু ভৌমিক। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন, কক্সবাজার হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম চৌধুরী।

তথ্য অধিকার আইন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক নানা বিষয় উপস্থাপন করেন মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট সুকান্ত বসাক, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার এএসএম মেহরাব হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. ফোরকান আহসান, কক্সবাজার কার্যালয়ের উপ-মহাপরিদর্শক শাহ মোফাখ্খারুল ইসলামসহ কারখানা ও প্রতিষ্ঠানের শ্রমিক ও মালিক প্রতিনিধিগণ।

তথ্য অধিকার আইন ও বিধিমালা, তথ্য প্রাপ্তির আবেদন ও আপিল আবেদন পদ্ধতি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আবেদনকারীর করণীয়, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কর্মধারা এবং এর সুফল বিষয়ে প্রশিক্ষণে বিশদ আলোচনা করা হয়। মূলত, তথ্য অধিকার বিষয়ক বার্ষিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।

তারেকুর/ফয়সাল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়