ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাস ও ঘরে আগুন

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ২০ জুন ২০২৪  
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাস ও ঘরে আগুন

মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে

পাবনার ঈশ্বরদী উপজেলায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাস ও কয়েকটি ঘর আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার (২০ জুন) সকালে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ী সরদারপাড়া গ্রামে এ বিস্ফোরণ ঘটে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস গ্রীনসিটি স্টেশন লিডার জহুরুল ইসলাম জানান, চরগড়গড়ী সরদারপাড়া গ্রামের সেলিম রেজা মন্ডল সকাল সাড়ে ১১টার দিকে তার বাড়ির সামনে রাখা মাইক্রোবাসের ইঞ্জিল চালু করার সঙ্গে সঙ্গে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাস ও বাড়ির কয়েকটি ঘর আগুনে পুড়ে যায়। এতে মাইক্রোবাসের মালিক সেলিম রেজা আহত হয়েছেন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।

আরো পড়ুন:

শাহীন/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়