সাতক্ষীরায় বজ্রপাতে এক শিশুসহ নিহত ২
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন গাবুরা দ্বীপের গাগড়ামারী নামক স্থানে বজ্রপাতে এক শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ২টার দিকে এ বজ্রপাত হয়। এ সময় আহত হয়েছে আরও এক জন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দুপুরের দিকে খুলনা জেলার কয়রা উপজেলা থেকে কয়েকজন যাত্রী ট্রলার যোগে নদী পার হয়ে শ্যামনগর উপজেলার গাবুরার দিকে আসছিলেন। পথিমধ্যে বৃষ্টি শুরু হলে তারা একটি মৎস্য ঘেরের ছোট একটি পাহারা ঘরে আশ্রয় নেন। এসময় হঠাৎ বজ্রপাতে এক শিশুসহ দুই জন নিহত হয়। নিহতদের মরদেহ তাদের স্বজনরা উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে গেছেন।
নিহতরা হলেন- খুলনা জেলার কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এনায়েত আলী (৪৫) ও একই উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের আল আমিনের ছেলে নাজমুল (৮)। এসময় গুরুতর আহত হন নাজমুলের নানা মোসাদ্দেক আলী।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম বলেন, বজ্রপাতে শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। আহতাবস্থায় নিহত শিশুটির নানা মুছা গাজী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শাহীন/ফয়সাল