কুয়াকাটা সৈকতে বিষধর ইয়েলো-বেলিড সি স্নেক উদ্ধার
পটুয়াখালী(উপকূল)প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ইয়েলো-বেলিড সি স্নেক
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে বিরল প্রজাতির একটি ইয়েলো-বেলিড সি স্নেক (সাপ) উদ্ধার করেছে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে ঝাউবন সংলগ্ন সৈকতের পূর্ব থেকে সাপটি উদ্ধার করা হয়। সাপটির পেটের রং হলুদ ও দেহের উপরিভাগ কালো। এছাড়া কালো দেহে অদ্ভুত হলুদের ছোঁয়া থাকায় এ সাপটি দেখতে খুবই সুন্দর।
পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ সংস্থা এনিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য কেএম বাচ্চু বলেন, দুপুরে ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সদস্যদের মাধ্যমে খবর পেয়ে সাপটিকে উদ্ধার করতে ছুটে যাই। পরে ট্যুর গাইড ও স্থানীয়দের সহায়তায় ঝাউবনের পূর্ব পাশ থেকে সাপটি জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই। সাপটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বনবিভাগের সহায়তায় বনে অবমুক্ত করা হবে।
ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা’র (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, এই সাপগুলোর বসবাস বা বেড়ে ওঠা সমুদ্রে। গত দু’বছর ধরে কুয়াকাটা সমুদ্র সৈকতে এই সাপের দেখা মিলছে। তবে কুয়াকাটায় এ সাপ তেমন একটা দেখা যায় না।
ওয়ার্ল্ড ফিসের জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, গোটা বিশ্বের স্থল ও সমুদ্র ভাগের সকল সাপের মধ্যে এটা চতুর্থতম। এটা তীব্র বিষধর। এ সাপ সচরাচর দেখা যায় না। গত বছরের জুন মাসে কক্সবাজার সমুদ্র সৈকত ও কুয়াকাটা সৈকতে এই সাপ দেখা গেছে।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এই প্রজাতির সাপ বাংলাদেশে সচরাচর দেখা যায় না। এর নাম ‘ইয়েলো-বেলিড সি স্নেক’। এরা হাইড্রোফিদা পরিবারভুক্ত। ভয়ঙ্কর বিষধর এই সাপের অ্যান্টিভেনম বাংলাদেশে নেই। সাপটি বনে অবমুক্তের জন্য বলা হয়েছে।
ইমরান/ফয়সাল