ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

মাগুরায় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে যুবক নিহত 

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০১, ২০ জুন ২০২৪  
মাগুরায় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে যুবক নিহত 

মাগুরার সদর উপজেলায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে জাহিদ বিশ্বাস (৩৮) এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২০ জুন) বিকালে উপজেলার বেঙ্গা বেরইল গ্রামে সংঘর্ষ হয়। 

নিহত জাহিদ বিশ্বাস বেঙ্গা বেরইল গ্রামের কুদ্দুস বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রামের দুই মাতুব্বর আনারুল ও আশরাফের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। আজ সকালে আশরাফের জমিতে মাটি ফেলতে যায় আনারুল। এ সময় আশরাফের ছেলে মেহেদী মাটি ফেলতে বাধা দেয়। এতে আনারুলসহ তার লোকজন জাহিদ, নাসির, মেহেদী, আলম হুজুর, রাশেদসহ কয়েজনকে কুপিয়ে আহত করে। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে জাহিদ বিশ্বাস গুরুতর আহত হয়। তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেহেদী রাসেল বলেন, দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে জাহিদ বিশ্বাসকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘংষর্ষে উভয় পক্ষে লোক আহত হয়েছে।  

/শাহীন/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়