বাঘাইছড়িতে নাঈম হত্যার ঘটনায় মামলা
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৯:০৭, ২১ জুন ২০২৪
আপডেট: ০৯:১০, ২১ জুন ২০২৪
নাঈম। ফাইল ফটো
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে পরিবহন শ্রমিক মো. নাঈম (৩৫) নিহতের ঘটনায় সাজেক থানায় মামলা হয়েছে।
নিহত নাঈমের চাচা বাবুল হোসেন বাদী হয়ে এ মামলা করেন। বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত রাতে জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ১৮ জুন সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার এলাকায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে নাঈম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় আহত হন আরও ২ জন।
বিজয়/কেআই