ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

বন্যার পানিতে নৌকাডুবি, মেডিকেল শিক্ষার্থীসহ নিহত ২

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২১, ২১ জুন ২০২৪   আপডেট: ২১:০২, ২১ জুন ২০২৪
বন্যার পানিতে নৌকাডুবি, মেডিকেল শিক্ষার্থীসহ নিহত ২

মোশারফ হোসেন মিল্টন ও আমানুল্লাহ আমান

শেরপুরে ঝিনাইগাতীর দক্ষিণ কান্দুলীতে গজারমারি বিলে বন্যার পানিতে নৌকা ভ্রমণে গিয়ে নৌকা পানিতে ডুবে মেডিকেল শিক্ষার্থীসহ দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুন) সকাল ১১টায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। নিহতরা হলেন- উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ কান্দুলী গ্রামের মো. সোহরাব আলীর ছেলে মো. মোশারফ হোসেন মিল্টন (২১)। তিনি রংপুর মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। অপরজন একই গ্রামের মো. আবু সাইদ সাদা মিয়ার ছেলে শেরপুর তিনআনী সরকারি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আমানুল্লাহ আমান (২১)।

আহতরা হলেন- জাহাঙ্গীর আলম, তরিকুল ইসলাম, রবিন মিয়া, শরিফুল ইসলাম, সোহেল মিয়া ও হামিদুর রহমান। শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. খন্দকার রাহাত মাহফুজ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে বাড়িতে এসে গজারমারি বিলে বন্যার পানিতে দু’টি নৌকা নিয়ে ঘুরতে যায় ৮ বন্ধু। কিন্তু হঠাৎ তাদের একটি নৌকা তলিয়ে যায়। তলিয়ে যাওয়া নৌকার ডুবে যাওয়া বন্ধুরা অপর নৌকায় উঠতে গিয়ে ডুবে যায় অন্য নৌকাটিও। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুইজন মুমূর্ষু অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা স্থানীয় প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. খন্দকার রাহাত মাহফুজ বলেন, আমরা মৃত অবস্থায় দুই জনকে পেয়েছি। আর আহত অবস্থায় দুই জনের চিকিৎসা চলছে।

ঝিনাইগাতী সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, নৌকা ভ্রমণে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের প্রস্তুতি চলছে।

তারিকুল/ফয়সাল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়