ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ২২ জুন ২০২৪   আপডেট: ১১:২৩, ২২ জুন ২০২৪
খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় পানিতে ডুবে মুনিয়া আক্তার নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২১ জুন) কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মুনিয়া আক্তার বাঁশবুনিয়া গ্রামের সোহাগ হাওলাদারের মেয়ে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের থেকে জানা গেছে,  শিশু মুনিয়া আক্তার খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পিছনে পুকুরের পানিতে পড়ে যায়। স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে মুনিয়ার মৃতদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে আমুয়া ইউনিয়ন পরিষদের মেম্বার (সদস্য) নিখিল চন্দ্র হালদার জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। এমন ঘটনা থেকে রক্ষা পেতে সকল অভিভাবকদের সচেতন হওয়া দরকার।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন সরকার বলেন, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পিছনে পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। বিষয়টি কষ্টদায়ক।

অলোক/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়