ইউপি চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রুমন মিয়া। ফাইল ফটো
সুনামগঞ্জের শান্তিগঞ্জে রুমন মিয়া (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে উপজেলার দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান সুফি মিয়ার ছেলে ফাহিম মিয়ার (৩০) বিরুদ্ধে।
শুক্রবার (২১ জুন) দিবাগত রাত ৮টার দিকে ইউনিয়নের সিচনী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুমন মিয়া ওই গ্রামের হুসমত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে ইউপি চেয়ারম্যানের দুই ছেলে ফাহিম ও নাঈমের সঙ্গে একই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জামিল আহমদ পায়েল ও রুমন মিয়ার সঙ্গে পূর্ব শত্রুতার জেরে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফাহিম তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে রুমন ও জামিল আহমদকে এলোপাথাড়ি কোপায়। এতে গুরুতর জখম হন দুই জন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমন মিয়াকে মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে৷ অভিযুক্ত ফাহিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মনোয়ার/কেআই