ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

সিরাজদিখানে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ২২ জুন ২০২৪  
সিরাজদিখানে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ফাইল ফটো

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার খারশুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরকিশার যাত্রী শেখ আব্দুর রহমান ও মোহাম্মদ শাহীন মিয়া। তাদের বাড়ি ঢাকা জেলার দোহারে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবাগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস উপজেলার খারশুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা ৬ জন আহত হন।

আরো পড়ুন:

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নবাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। আহত ৪ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

রতন/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়