ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

৭ দিন পর বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ২২ জুন ২০২৪  
৭ দিন পর বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৭ দিন বন্ধ থাকার পর সচল হয়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। 

শনিবার (২২ জুন) সকালে বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আজ (শনিবার) সকাল থেকে পবিত্র ঈদুল আজহার ছুটির পর বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম সচল হয়েছে। এর আগে ঈদ উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টমস, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে আলোচনা সাপেক্ষে ১৫ জুন থেকে ২১ জুন (শুক্রবার) পর্যন্ত সাপ্তাহিক সরকারি ছুটিসহ ৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। 

বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ অমৃত অধিকারী জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশনে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

নাঈম/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়