ঢাকা     শুক্রবার   ২৮ জুন ২০২৪ ||  আষাঢ় ১৪ ১৪৩১

ফেনীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ২২ জুন ২০২৪  
ফেনীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ফেনীতে পূর্ব বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ জুন) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার মোটবী ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দিন একই গ্রামের আহসান উল্ল্যাহর ছেলে। অভিযুক্ত আলম নিজামের বড় ভাই।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ছোট ভাই নিজামের সঙ্গে বিভিন্ন বিষয়ে বড় ভাই আলমের বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে নিজামের চোখে মরিচের গুড়া ছিটিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন আলম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিজামের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দিন বলেন, দুই ভাইয়ের মধ্যে কয়েক বছর ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সামাজিকভাবে বসে বিষয়টি মীমাংসাও করা হয়েছিল। গত ১০ মাসের মধ্যে কোনো ঝামেলার কথা শুনিনি। শনিবার ভোরে নিজামের লাশ উদ্ধার করা হয়।

ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সাহাব/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়