ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

চাচার মারধরে ভাতিজার মৃত্যু

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ২২ জুন ২০২৪  
চাচার মারধরে ভাতিজার মৃত্যু

ফাইল ফটো

পটুয়াখালীতে চাচার মারধরে ওবায়দুল সিপাইর (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২২ জুন) দুপুরে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের পশরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওবায়দুল ওই এলাকার হারুন সিপাইর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বারেক সিপাইকে (৪০) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওবায়দুলের ঘর থেকে ২০ হাজার টাকা চুরি হয়। এ বিষয়ে চাচাতো ভাই ছানাউল্লাহকে জিজ্ঞেস করেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে বারেক সিপাইসহ আরও কয়েকজন ওবায়দুলের ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধারে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

পটুয়াখালী সদর থানার ওসি মো. জসীম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত বারেক সিপাইকে আটক করা হয়েছে।

ইমরান/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়