ঢাকা     সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৬ ১৪৩১

চট্টগ্রামে বিআরটিএ’র অভিযানে জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ২২ জুন ২০২৪  
চট্টগ্রামে বিআরটিএ’র অভিযানে জরিমানা আদায়

জব্দকৃত ডাম্প ট্রাক

চট্টগ্রাম মহানগরের হালিশহর নয়াবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিআরটিএ। শনিবার (২২ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত ৫টি মামলায় বিভিন্ন যানবাহন ও চালকের কাছ থেকে ৬১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন তারা। কাগজপত্র হালনাগাদ না থাকায় তিনটি ডাম্প ট্রাকও জব্দ করা হয়েছে। 

বিআরটিএ, চট্ট-মেট্রো সার্কেল-২ এর মোটরযান পরিদর্শক শাহাদাত হোসেন চৌধুরী জানান, বিআরটিএ-এর চেয়ারম্যানের নির্দেশে সারাদেশে অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার চট্টগ্রামের হালিশহর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্নার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে ফিটনেসবিহীন ও রুট পারমিট না থাকাসহ বিভিন্ন অপরাধে ৫টি মামলা করে বিভিন্ন যানবাহন থেকে ৬১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট দীর্ঘদিন হালনাগাদ না করায় তিনটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। 

আরো পড়ুন:

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়