ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

চট্টগ্রামে নৌকায় ফেরির ধাক্কায় নিখোঁজ ২ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৯, ২২ জুন ২০২৪  
চট্টগ্রামে নৌকায় ফেরির ধাক্কায় নিখোঁজ ২ 

নিখোঁজ দুই জনের উদ্ধারে অভিযান চলছে

চট্টগ্রামের কর্ণফুলী নদীর কালুরঘাটে নৌকায় ফেরির ধাক্কায় দুই জন নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালাচ্ছেন। শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কালুরঘাট সেতুর ফেরিঘাটের শহর অংশে এ দুর্ঘটনা ঘটে।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন জানান, বোয়ালখালী থেকে চট্টগ্রাম নগরীতে আসার সময় ফেরির সঙ্গে নৌকার ধাক্কা লাগে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, এ সময় নৌকায় থাকা তিন জন ফেরির নিচে পড়ে যায়। তাৎক্ষণিক একজনকে স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হলেও দুইজন এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজ একজনের নাম কাজল। তার বাড়ি বোয়ালখালী। অপরজনের পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থলে কালুরঘাট ফায়ার স্টেশনের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। 

আরো পড়ুন:

রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়