ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মৌলভীবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা, আটক ৪

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ২৩ জুন ২০২৪  
মৌলভীবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা, আটক ৪

মৌলভীবাজারের জুড়িতে পূর্ব শত্রুতার জের ধরে শনিবার গভীর রাতে ছুরিকাঘাত করে আরমান আলী (২২) নামে এক যুবককে খুন করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে।

নিহত আরমান জুড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ঘররগাঁও গ্রামের সুমন আহমেদের ছেলে।

আটকেরা হলেন- তানভীর (২২), তার বাবা ইয়াজ উদ্দিন, চাচা তাজ উদ্দিন ও তানভীরের এক ভাই।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাত পৌনে বারটার দিকে আরমানের বাড়িতে গিয়ে তাকে ডেকে বের করেন কয়েকজন যুবক। আরমান তখন ঘুমাচ্ছিলেন। এ সময় তার বুকে ছুরিকাঘাত করা হয়। পরে ঘটনাস্থলেই আরমানের মৃত্যু হয়। 

জুড়ি থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, আমরা গভীর রাতে খুনের বিষয়টি জেনে ঘটনাস্থলে যাই। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে নিয়ে আসি। পুলিশ এক ঘণ্টার মধ্যে ঘটনার সাথে জড়িত সন্দেহে তানভীরসহ চারজনকে আটক করেছে। এ ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। 

এ ব্যাপারে আইনি তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান।

হামিদ/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়