বাগেরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় শেখ জামির আলী (৫০) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (২৩ জুন) বেলা ১১টার দিকে ফকিরহাট আরা পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শেখ জামির আলী উপজেলার আট্টাকী গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে। তিনি সৈয়দ মহল্লা খোদেজা খাতুন সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন।
ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে জামির আলী ফকিরহাট আরা পাম্প থেকে তেল নিয়ে মোটরসাইকেলে খুলনার উদ্দেশ্যে রওনা দেন। পাম্প থেকে বের হলে খুলনাগামী গ্রিনলাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল জামির আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর বাসটি পালিয়ে যায়।
ফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম জানান, মরদেহ পুলিশ হেফাজতে নিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হবে।
শহিদুল/টিপু