ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

মিয়ানমারে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ২৩ জুন ২০২৪   আপডেট: ১৪:৫৫, ২৩ জুন ২০২৪
মিয়ানমারে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ

সৈয়দ আকবর

মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সরকার ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সৈয়দ আকবর নামে দেশটির আরও এক নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন বলে দাবি করা হচ্ছে।

শনিবার (২২ জুন) বিকেলে বাংলাদেশে অনুপ্রবেশ করেন তিনি। গুলিবিদ্ধ মিয়ানমারের নাগরিকের নাম সৈয়দ আকবর। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সৈয়দ আকবর জানান, জান্তা সরকার ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলাকালীন বিমান থেকে থেকে ছোঁড়া গুলিতে আকবরসহ ৩ জন আহত হন। পরে নৌকাযোগে বাংলাদেশে অনুপ্রবেশ করেন তারা। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে থাকা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করে তিনি ভর্তি হন কুতুপালং এমএসএফ হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়। তাৎক্ষণিক অনুপ্রবেশ করা বাকি দুই জনের নাম জানা যায়নি।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, গুলিবিদ্ধ একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে অনুপ্রবেশকারী কিনা বলতে পারছি না।

এ বিষয়ে জানতে বিজিবি ও টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন এ প্রতিবেদক। তবে কারও সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, শনিবার মাইন বিস্ফোরণে আনোয়ার নামে মিয়ানমারের এক নাগরিকের পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তিনি বাংলাদেশে অনুপ্রবেশ করে কক্সবাজার সদর হাসপাতাল ভর্তি হন।

এ বিষয়ে টেকনাফ হোয়াইক্যং ফাঁড়ির আইসি (উপ-পরিদর্শক) শাহাদত সিরাজী বলেন, ‘উড়ো খবরে বিষয়টি শুনেছি। তবে নিশ্চিত করে বলতে পারছি না। এ বিষয়ে খোঁজ নিচ্ছি। বাংলাদেশে কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তারেকুর/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়