ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

দিনাজপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, যুবকের মৃত্যু 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ২৩ জুন ২০২৪   আপডেট: ১৮:২৪, ২৩ জুন ২০২৪
দিনাজপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, যুবকের মৃত্যু 

দিনাজপুরের বিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুন অর রশিদ (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় অপর মোটরসাইকেল চালকসহ দুই জন আহত হয়েছেন। রোববার (২৩ জুন) দুপুরে উপজেলার জোতবানি ইউনিয়নের তিলনা মোড়ে দুর্ঘটনাটি হয়।

মারা যাওয়া হারুন একই ইউনিয়নের আমাইল গ্রামের আশরাফ আলীর ছেলে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, দাওয়াতে যোগ দিতে বাড়ি থেকে মোটরসাইকেলে করে বোনের বাড়ি যাচ্ছিলেন হারুন। তিলনা মোড়ে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে হারুনের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় হারুন সড়কের পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা আহত তিন জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন। 

আরো পড়ুন:

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, দুই মোটরসাইকেলের সংঘর্ষে হারুন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়