ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

নৌকায় ফেরির ধাক্কা: কর্ণফুলীতে নিখোঁজ কাজলের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ২৩ জুন ২০২৪   আপডেট: ১৯:৫৪, ২৩ জুন ২০২৪
নৌকায় ফেরির ধাক্কা: কর্ণফুলীতে নিখোঁজ কাজলের লাশ উদ্ধার

চট্টগ্রামে কর্ণফুলী নদীর কালুরঘাটে নৌকায় ফেরি ধাক্কা দেয়

চট্টগ্রামের কালুরঘাটে নৌকায় ফেরির ধাক্কায় কর্ণফুলী নদীতে নিখোঁজ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আশরাফ উদ্দিন কাজলের (৪৮) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

রোববার (২৩ জুন) বিকাল পৌনে ৬টার দিকে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। কালুরঘাট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

শনিবার (২২ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে কর্ণফূলী নদীতে কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্তে ফেরির সঙ্গে ধাক্কা লাগে যাত্রীবাহী নৌকার। এ সময় নৌকায় থাকা আশরাফ উদ্দিন কাজল ও নূর কাদের পানিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে নুর কাদের উদ্ধার করা গেলেও নদীর স্রোতে ভেসে নিখোঁজ হয় আশরাফ উদ্দিন কাজল। ওই দিন রাত পর্যন্ত তার সন্ধান না পাওয়ায় প্রথমদিনের মতো উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস। পরে আজ ভোর ৬টা থেকে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু করে। 

আরো পড়ুন:

নিখোঁজের ২৪ ঘণ্টা পর আজ পৌনে ৬টার দিকে কাজলের লাশ উদ্ধার হয়। কাজল চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক। তাঁর বাড়ি বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩ নম্বর ওয়ার্ডে। তিনি ওই এলাকার মরহুম মেজর হাবিবুর রহমানের ছেলে। 
 

রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়