ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বাংলাবান্ধায় পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ২৩ জুন ২০২৪  
বাংলাবান্ধায় পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় পরিত্যক্ত অবস্থায় মর্টারশেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ জুন) দুপুরে উপজেলার বাংলাবান্ধা বিজিবি ক্যাম্পের কিছুটা দূরের একটি ওয়ার্কশপ দোকানের সামনে থেকে বস্তুটি উদ্ধার করে নিরাপদ স্থানে রাখে পুলিশ। 

স্থানীয়রা জানান, দুপুরে এক নারী পাথর সাইটের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মর্টারশেল সদৃশ বস্তুটি পান। লোহা মনে করে বাজারের আল আমিন ওয়ার্কশপের সামনে বস্তুটি নিয়ে আসেন তিনি। এ সময় আলম নামের এক ভাঙারি দোকানদার বস্তুটিতে কেজি দরে কিনে নেন। আগে নিষ্ক্রিয় করা মর্টারশেলের সঙ্গে বস্তুটির মিল থাকায় তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানান। ইউপি সদস্য বিজিবি ও পুলিশকে জানান। বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে এবং নিরাপদ স্থানে রাখে। 

ভাঙারির দোকানদার আলম বলেন, ‘পাথর সাইটে কাজ করা এক নারী এটি কুড়িয়ে পান। লোহা মনে করে ওই নারী বস্তুটি আল আমিন ওয়ার্কশপের সামনে বিক্রি করতে আনেন। আমি বস্তুটি ১৫০ টাকায় কিনি। পরে বস্তুটিকে মর্টারশেল মনে হওয়ায় ইউপি সদস্য বুলবুল ও বিজিবিকে জানাই। এরপরই বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে আসে।’ 

আরো পড়ুন:

তিনি আরও বলেন, ‘এর আগে দুইবার মর্টারশেল উদ্ধার হওয়ার পর নিষ্ক্রিয় করা হয়েছিল। এজন্যই সহজে চিনতে পেরেছি বস্তুটিকে।’

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, ‘মর্টারশেলটি সংরক্ষিত স্থানে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে মৌখিকভাবে জানানো হয়েছে।’ 

নাঈম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়