ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

কলেজের সীমানা প্রাচীর ধসে পা ভাঙল শিশুর 

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ২৩ জুন ২০২৪  
কলেজের সীমানা প্রাচীর ধসে পা ভাঙল শিশুর 

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় কলেজের সীমানা প্রাচীর ধসে ফারহান হোসেন (১১) নামে এক শিশুর পা ভেঙে গেছে। শনিবার (২২ জুন) রাত ৮টার দিকে সৈয়দপুর মহিলা কলেজ এলাকায় ঘটনাটি ঘটে। 

আহত ফারহান সৈয়দপুর মহিলা কলেজ সংলগ্ন পুরোনো মুন্সিপাড়ার ঢাকাইয়া পট্টির নিসার হোসেনের ছেলে। সে সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল রাত সাড়ে ৮টার দিকে শিশুর চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যান তারা। সেখানে গিয়ে তারা দেখতে পান সৈয়দপুর মহিলা কলেজের একটি দেয়াল ধসে পড়েছে। তার নিচে চাপা পড়েছে ফারহানের পা। কয়েকজন মিলে দেয়ালের ভাঙা অংশ সরিয়ে ফারহানকে চিকিৎসকের কাছে নিয়ে যান।

আরো পড়ুন:

সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের অর্থোপেডিক সার্জন আব্দুর রহিম বলেন, শিশুটির ডান পায়ের হাঁটুর ওপরের অংশ ভেঙে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিথুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়