ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৯, ২৩ জুন ২০২৪  
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে তাজুন ইসলাম (৩) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৩ জুন) রাতে সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া ইউনিয়নের মোল্লাপাড়ায় মারা যায় শিশুটি। গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হিটলার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া তাজুন সদর উপজেলার উরফী গ্রামের আসলাম শেখের মেয়ে।

মারা যাওয়া মেয়েটির নানা আজাদ মুন্সী জানান, পারিবারিক কলহের জেরে তাজুনকে নিয়ে তার বাড়িতে থাকছিলেন মেয়ে। আজ রোববার সন্ধ্যার দিকে বাড়ির উঠানে খেলার সময় সাবার চোখের আড়ালে পুকুর পাড়ে যায় তাজনু। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। রাত সাড়ে ৮টার দিকে পরিবারের লোকজন পুকুর থেকে তাজুনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাজুনকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক হিটলার বিশ্বাস জানান, রাত সাড়ে ৯টার দিকে পানিতে ডুবে যাওয়া শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।

বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়