ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ভোলায় নৌ পুলিশের এএসআই গুলিবিদ্ধ

ভোলা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ২৪ জুন ২০২৪  
ভোলায় নৌ পুলিশের এএসআই গুলিবিদ্ধ

ভোলায় মোক্তার হোসেন নামে নৌ পুলিশের এএসআই গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নৌ পুলিশের সূত্রে জানা যায়, এএসআই মোক্তার হোসেন ভোলার ইলিশা নৌ-থানায় পেশাগত দায়িত্ব পালনকালে অসাবধানতাবসত নিজের পিস্তলের গুলিতেই নিজে আহত হন।  

রোববার (২৩ জুন) বিকেল ৪টার দিকে নৌ-থানার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

নৌ পুলিশের পুলিশ সুপার কফিল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, বিকালে ওই  পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই তার পিস্তল থেকে গুলি বেরিয়ে পেটের ভেতরে চলে যায়। তাকে উদ্ধার করে বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনার পর রোববার সন্ধ্যায় ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার সাংবাদিকদের জানান, খবর পেয়ে আমরা এখানে এসেছি। যতটুকু এখন পর্যন্ত জানতে পারলাম গুলিবিদ্ধ ওই পুলিশ সদস্য অসাবধানতার কারণে নিজের পিস্তলের গুলিতে আহত হয়েছেন।

মলয়/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়