ঢাকা     মঙ্গলবার   ০২ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৮ ১৪৩১

কুমিল্লায় ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ২৪ জুন ২০২৪  
কুমিল্লায় ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ

মীম। ফাইল ফটো

কুমিল্লায় ভুল চিকিৎসায় মীম নামে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে নগরীর হেলথ এন্ড ডক্টরস জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

স্বজনদের অভিযোগ, অপারেশন থিয়েটারে অতিরিক্ত অ্যানেসথেসিয়া দেওয়ায় হার্ট ব্লক হয়ে মীমের মৃত্যু হয়েছে। মীম আকতার (১৫) ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া কৃষ্ণপুর এলাকার মো. বিল্লাল হোসেনের মেয়ে ও কংসনগর উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, কোরবানি ঈদের আগে গলায় টনসিলের ব্যথার জন্য মীমকে ফেইথ মেডিকেল সার্ভিসেস এন্ড ফিজিওথেরাপি সেন্টারে নাক, কান ও গলা বিশেষজ্ঞ সার্জন চিকিৎসক মো. জহিরুল হককে দেখানো হয়। পরে চিকিৎসক কিছু পরীক্ষা দেন। রিপোর্ট দেখার পর পরামর্শ দেন অপারেশনের।

সে অনুযায়ী রোববার (২৩ জুন) মীমকে ফেইথ মেডিকেল সার্ভিসেস এন্ড ফিজিওথেরাপি সেন্টারে আনা হয়। রাতে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে অ্যানেসথেসিয়া দেওয়ার পরই মীমের শারীরিক অবস্থা খারাপের দিকে চলে যায়। কিছুক্ষণ পর চিকিৎসক জহিরুল বের হয়ে বলেন, মীম হার্ট অ্যাটাক করেছে। দ্রুত কুমিল্লা সদর হাসপাতালে নিতে হবে। কিন্তু, হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

মীমের মা লিপি আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার মেয়ে সুস্থ ছিল। গলায় ছোট একটা টনসিল হয়েছিল। অপারেশন থিয়েটারে ঢুকিয়ে ১০ মিনিটের মধ্যে জহির ডাক্তার বের হয়ে বলে মীম হার্ট অ্যাটাক করেছে। পরে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।’

অভিযোগের বিষয়ে জানতে ফেইথ মেডিকেল সার্ভিসেস এন্ড ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে তালা ঝুলানো দেখতে পান এ প্রতিবেদক। এ সময় নাক, কান ও গলা বিশেষজ্ঞ সার্জন চিকিৎসক জহিরুল হকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।

কুমিল্লা কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ বলেন, বিষয়টি জেনেছি, তবে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রুবেল/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়