ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

আগুনে পুড়ে গেছে গোপালগঞ্জের তেবাড়িয়া বাজারের ৬টি দোকান

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ২৪ জুন ২০২৪  
আগুনে পুড়ে গেছে গোপালগঞ্জের তেবাড়িয়া বাজারের ৬টি দোকান

গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তেবাড়িয়া বাজারের ৬টি দোকান। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

সোমবার (২৪ জুন) ভোর রাতের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোস্তাফিজুর রহমান জানান, তেবাড়িয়া বাজারের বেলায়েত হোসেনের মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন ছড়িয়ে পড়লে ওই মার্কেটের হাবিব শেখের ৩টি, রানা কাজী, আদিম ভূইয়া ও মফিজ শেখের ১টি করে মোট ৬টি দোকান পুড়ে যায়। এরমধ্যে ৫টি মুদি দোকান ও একটি সমিতির অফিস রয়েছে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। এতে অন্তত ২০ লাখ টাকা মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হাবিব শেখ বলেন, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। রাত তিনটার দিকে জানতে পারি মার্কেটে আগুন লেগেছে। বাড়ি থেকে ছুটে এসেও নিজের দোকান রক্ষা করতে পারিনি। চোখের সামনে সব কিছু পড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকাণ্ডে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ী। 

বাদল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়