ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

৯ জন নিহতের পর সেতুতে সাইনবোর্ড টাঙালো এলজিইডি 

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ২৪ জুন ২০২৪  
৯ জন নিহতের পর সেতুতে সাইনবোর্ড টাঙালো এলজিইডি 

বরগুনার আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে গত শনিবার ৯ জন নিহত হন। ঘটনার দুই দিন পর সোমবার (২৪ জুন) ভেঙে যাওয়া সেতুটির দুই পাশে সাইনবোর্ড এবং ঢালাই করা পিলার বসিয়েছে এলজিইডি। 

আরও পড়ুন: বিয়ে বাড়িতে লাশের মিছিল, শোকে আনন্দ ম্লান 

আমতলী উপজেলা এলজিইডির প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দুর্ঘটনার পরেও বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে সেতুর ভাঙা অংশে উঠতে শুরু করেন। সেতুটির যে দুই পাশের অংশ এখনো আছে, তাও ঝুঁকিপূর্ণ। এখানে প্রতিদিন শত শত মানুষ আসেন। তাদের ঝূঁকির কথা বিবেচনা করে আমরা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছি এবং সবাইকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করেছি।’ 

আরো পড়ুন:

উল্লেখ্য, গত শনিবার (২২ জুন) দুপুরে বরগুনার আমতলী উপজেলায় সেতু ভেঙে বিয়ের যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস খালে পড়ে যায়। পরে ওই মাইক্রোবাসে থাকা ৯ জনের লাশ উদ্ধার হয়। এদের মধ্যে ছিলেন একই পরিবারের ৭ জন। এ ঘটনায় গত শনিবার রাতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বরগুনা জেলা প্রশাসন। গতকাল রোববার মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসনের চরপাড়া গ্রামে মারা যাওয়া ৭ জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়। 

ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়