ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

রেলওয়ের ২ নিরাপত্তাকর্মীর মাদক সেবনের ভিডিও ভাইরাল

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ২৪ জুন ২০২৪  
রেলওয়ের ২ নিরাপত্তাকর্মীর মাদক সেবনের ভিডিও ভাইরাল

পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যের বিরুদ্ধে দপ্তরে বসেই মাদক সেবনের অভিযোগ উঠছে। তাদের মাদক সেবনের কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। 

অভিযুক্ত আরএনবি সদস্যরা হলেন- সিপাহী সাদ্দাম হোসেন এবং শাহিনুর রহমান। 

ভিডিওতে দেখা যায়, দুই নিরাপত্তা কর্মী রেলওয়ে ভবনের একটি দপ্তরে বসে ইয়াবা সেবন করছেন। সাদা কাগজের ওপর মেঝেতে সারিবদ্ধভাবে কয়েকটি ইয়াবা সেবনের জন্য সাজিয়ে রাখা হয়েছে।  কিছু দূরে নিরাপত্তা কর্মী সাদ্দাম হোসেন ইয়াবা সেবন করছেন। পাশের আরেকটি চেয়ারে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন সিপাহী শাহিনুর রহমান। তার কথা বলা শেষ হলে দুই জনই একসঙ্গে মাদক সেবনে মেতে ওঠেন।

আরো পড়ুন:

ভিডিও’র বিষয়ে জানতে অভিযুক্ত সিপাহী শাহিনুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি ভিডিও’র সত্যতা স্বীকার করেন। তিনি সংবাদ প্রকাশ না করার জন্যও অনুরোধ জানান। অভিযুক্ত সাদ্দাম হোসেনকে কল করা হলে তিনি ফেন ধরেননি।

পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমান্ড্যান্ট আসহাবুল ইসলাম জানান, ভিডিওর কথা তিনি শুনেছেন। যদি এমন ঘটনার সত্যতা পাওয়া যায় তাহলে তাদের (অভিযুক্তদের) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

কেয়া/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়