ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

ঝালকাঠিতে বাস শ্রমিকদের সড়ক অবরোধ

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৯, ২৪ জুন ২০২৪  
ঝালকাঠিতে বাস শ্রমিকদের সড়ক অবরোধ

সড়ক বাস দাঁড় করিয়ে সড়ক অবরোধ করে শ্রমিকেরা

ঝালকাঠিতে বাস মালিক সমিতির দুই সদস্য ও এক শ্রমিককে আটকের প্রতিবাদে শহরের পেট্রোল পাম্প মোড় এলাকায় সড়ক অবরোধ করেছে বাস শ্রমিকরা। এতে সোমবার (২৪ জুন) রাত সাড়ে ৯টায় পর্যন্ত বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। 

অবরোধকারী শ্রমিকরা জানান, সোমবার বিকেলে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক সড়কের ষাটপাটি এলাকা থেকে ঝালকাঠি বাস মালিক সমিতির দুই সদস্য ও এক শ্রমিককে আটক করে পুলিশ। এর প্রতিবাদে তারা রাত সাড়ে ৮টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। এর ফলে ৮ রুটের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে যাত্রীরা দুর্ভোগে পড়ে। 

নলছিটি থানার ওসি মুরাদ আলী জানান, বাস মালিক সমিতির সদস্যরা সাতপাটি এলাকায় অবৈধ চেকপোস্ট বসিয়ে ছোট ছোট বিভিন্ন যানবহন চলাচলে বাধা সৃষ্টিসহ ভাংচুর করেন। এ কারণে সেখান থেকে তিন জনকে আটক করা হয়েছে। 
 

অলোক/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়