ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

টাঙ্গাইলে ৬০ শিক্ষার্থী পেল বাইসাইকেল

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ২৫ জুন ২০২৪  
টাঙ্গাইলে ৬০ শিক্ষার্থী পেল বাইসাইকেল

টাঙ্গাইলের বাসাইলে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ৬টি ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয় হতে ৬০ জন দরিদ্র, মেধাবী শিক্ষার্থী বাছাই করে তাদের মাঝে সাইকেল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলামসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও শিক্ষার্থীরা।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান বলেন, ২০২২-২৩ অর্থবছরের ভূমি হস্তান্তর করের অর্থ হতে উপজেলার দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ৬টি ইউনিয়নে মাধ্যমিক বিদ্যালয় হতে ৬০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী বাছাই করে তাদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। এই কার্যক্রমের জন্য ব্যয় ধরা হয়েছে ৬ লাখ টাকা।

কাওছার/ইমন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়