ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪২, ২৫ জুন ২০২৪   আপডেট: ১৬:১১, ২৫ জুন ২০২৪
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিক কাওসার খানের (২৫) বাড়িতে অবস্থান নিয়েছেন প্রেমিকা (১৮)। দ্রুত সময়ের মধ্যে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছেন তিনি। তার এমন অবস্থানের পরই বাড়ি থেকে পালিয়ে যান কাউসার ও তার পরিবারের সদস্যরা। গতকাল সোমবার (২৪ জুন) মেয়েটি কাওসারের বাড়িতে যান। 

কাওসার উপজেলার পিঁপড়াখালী গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

মেয়েটি জানান, প্রায় সাড়ে ৩ বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কাওসারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা কুয়াকাটাসহ বিভিন্ন এলাকায় ঘুরতে যান। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কাওসার তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান এবং মোবাইলে ভিডিও ধারণ করেন। গত তিন দিন ধরে কাওসার তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এরপরই তিনি বিয়ের দাবিতে কাওসারের বাড়িতে অবস্থান নেন। 

আরো পড়ুন:

তিনি আরও জানান, কাওসার বিয়ে করে মেনে না নিলে তিনি আত্মহত্যা করবেন।

বাড়ি তালাবদ্ধ থাকায় অভিযুক্ত কাওসার এবং তার পরিবারের সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি।

মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়