ঢাকা     মঙ্গলবার   ০২ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৮ ১৪৩১

টাকা বকেয়া 

কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ২৫ জুন ২০২৪  
কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

৬৬ লাখ টাকার বিল বকেয়া থাকায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে। ওজোপাডিকো লি: কুষ্টিয়ার ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী এ তথ্য জানান।

ওজোপাডিকো সূত্রে জানা যায়, গত বছরের ১৪ নভেম্বর কুষ্টিয়া মেডিক্যাল কলেজের উদ্বোধন হয়। সেই দিন থেকে চলতি বছর ২৪ মে পর্যন্ত ৩০ লাখ টাকা বকেয়া। একইভাবে চলতি বছরের ২৪ জানুয়ারি হাসপাতাল ভবনে বিদ্যুৎ সংযোগ নেওয়ার পর থেকে সেখানে রোগী ভর্তিসহ চিকিৎসা সেবা চালু না হলেও এই ভবনের বকেয়া বিদ্যুৎ বিল হয়েছে ৩৬ লাখ টাকা। এ কারণে মঙ্গলবার দুপুর ১২টায় বকেয়া বিল আদায়ে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বকেয়া বিদ্যুৎ বিলের বিষয়ে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসাপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আনোয়ারুল ইসলাম জানান, ‘বকেয়া পরিশোধের বিষয়ে ঊর্ধ্বতন  কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ মাসের মধ্যেই অন্তত কিছু বিল পরিশোধের মাধ্যমে সংযোগটি হালনাগাদ করা হবে। বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমঝোতা হয়েছে। আশা করছি, খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে।’

ওজোপাডিকো লি: কুষ্টিয়ার ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী বলেন, ‘সংযোগ নেওয়ার পর থেকে প্রতি মাসেই বিদ্যুৎ বিল পরিশোধের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে তাগাদা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিল পরিশোধে ব্যর্থ হয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে  সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উভয় পক্ষের মধ্যে আলোচনা শেষে সব বকেয়া বিল পরিশোধের শর্তে চলতি জুন মাসের মধ্যে সব বকেয়া বিল পরিশোধ করার শর্তে আবার বিদ্যুৎ সংযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়