ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

নাটোরে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য ও ব্যাংক কর্মকর্তা নিহত

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ২৬ জুন ২০২৪   আপডেট: ০৮:৪৯, ২৬ জুন ২০২৪
নাটোরে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য ও ব্যাংক কর্মকর্তা নিহত

নাটোরের নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। 

মঙ্গলবার ( ২৫ জুন)  বিকেলে উপজেলার বাসুদেবপুর সাজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, বিজিবি সদস্য মুক্তাদির আলম ও ব্যাংকার খলিলুর রহমান। 

দুর্ঘটনায় খলিলুর রহমানের স্ত্রী রিনা বেগম আহত হয়েছেন। আহত অপর দুজনের নাম পরিচয় জানা যায়নি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে যাত্রী নিয়ে একটি অটোরিকশা নাটোরের দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নাটোর থেকে নলডাঙ্গার দিকে যাচ্ছিল। সাজিপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকটি অটোরিকশাকে চাপা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। 

আরিফুল ইসলাম/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়