ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

হবিগঞ্জে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ২৬ জুন ২০২৪  
হবিগঞ্জে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডিউটিরত ট্রাকচাপায় রবিউল হক (২৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও হেল্পারসহ ৩ জনকে আটক করা হয়েছে।

বুধবার (২৬ জুন) ভোর সাড়ে ৫টার দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল হক চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আলমপুর গ্রামের ছায়দুল হকের ছেলে। 

পুলিশ জানায়, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ বিরামচর এলাকায় কর্তব্যরত ছিলেন পুলিশ কনস্টেবল রবিউল হক। এ সময় ঢাকাগামী একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাকপাড়া গ্রামের মাজেদ মিয়ার ছেলে ট্রাকচালক কামাল (৫২) ও একই এলাকার নুরুল ইসলামের ছেলে রমজান (১৮) ও মো. মনিরুল ইসলামকে (২৬) আটক করা হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মামুন/ইমন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়