ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

চলন্ত অবস্থায় সড়কে উল্টে গেলো বাস, নিহত ১

ফরিদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ২৬ জুন ২০২৪   আপডেট: ১৩:০৫, ২৬ জুন ২০২৪
চলন্ত অবস্থায় সড়কে উল্টে গেলো বাস, নিহত ১

চলন্ত অবস্থায় বাসটি উল্টে যায় (ছবি: রাইজিংবিডি)

ফরিদপুরের নগরকান্দায় চলন্ত অবস্থায় একটি বাস সড়কে উল্টে গিয়ে সুপারভাইজার নিহত হয়েছেন।

বুধবার (২৬ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গজারিয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম এ তথ্য নিশ্চিত করেছেন।  

নিহতের নাম রাজন বেপারী। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বড় পাউলদিয়া গ্রামে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুকসুদপুরগামী স্বাধীন পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৮২০০) এর একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে চলন্ত অবস্থায় উল্টে যায়। এ সময় বাসে থাকা সুপারভাইজার রাজন বেপারী নিহত হন। আহত হন আরও তিন জন। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঢাকা/তামিম/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়