ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চিত্রা নদী থেকে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ২৬ জুন ২০২৪  
চিত্রা নদী থেকে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

নড়াইলে চিত্রা নদীতে নিখোঁজ আসমাউল মীর (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (২৬ জুন) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। 

আসমাউল মীর নড়াইল সদর পৌরসভার উজিরপুর গ্রামের বিল্লাল মীরের ছেলে। 

এর আগে মঙ্গলবার (২৫ জুন) বিকেলে চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল আসমাউল মীর (১৫) নামে ওই কিশোর। 

ফায়ার সার্ভিস ও পরিবার সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল সদর পৌরসভা থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে সদর উপজেলার আউড়িয়া এলাকা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে স্থানীয়রা। গত মঙ্গলবার বিকেলে দুই বন্ধুর সাথে আসমাউল মীর চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। এ ঘটনায় পরিবারের লোকজন নড়াইল ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে জানায়। পরে তারা এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন। 

নড়াইল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মাসুদ রানা বলেন, সকালে খুলনার ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান পরিচালনা করার কথা ছিল। কিন্তু এর আগেই ওই কিশোরের লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।

শরিফুল/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়