বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে বিস্ফোরণ, ৩ শ্রমিক নিখোঁজ
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
আগুন লেগে ট্রলারে থাকা তেলের ড্রাম বিস্ফোরিত হয়
নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্রলারে আগুন লেগেছে। বুধবার (২৬ জুন) দুপুর দেড়টার দিকে মেঘনা ডিপোর জেটি সংলগ্ন নদীতে ট্রলারটিতে আগুন লাগে। এসময় ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। প্রায় সব ড্রাম আগুনে বিস্ফোরিত হয়েছে বলে জানিয়েছেন মেঘনা ডিপোর ইনচার্জ জিয়াউর রহমান।
এদিকে, দুপুর ৩টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন ফায়ার সার্ভিসের সদস্যরা। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে এসেছি, বিস্তারিত পরে বলা যাবে।’
বিস্ফোরণের সময় ট্রলারটিতে চার জন শ্রমিক ছিলেন। এদের মধ্যে একজনকে উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিন জনের সন্ধান মেলেনি।
ট্রলারটিতে তেল বরিশালের মনপুরায় যাচ্ছিলো বলে জানিয়েছেন মেঘনা ডিপোর ইনচার্জ জিয়াউর রহমান। তিনি বলেন, ‘ট্রলারে চার জন শ্রমিক ছিলেন। তারা ভেতরে রান্না করছিলেন। আশঙ্কা করা হচ্ছে, সেখান থেকে হয়তো আগুন লাগতে পারে। ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। প্রায় সব ড্রাম আগুনে বিস্ফোরিত হয়েছে।’
নারায়ণগঞ্চ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলাম বলেন, ‘আমরা ডিপো সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। আমরা যতটুকু জেনেছি ট্রলারটিতে ডিজেল ও পেট্রোল লোড করা ছিল। তেলের ড্রামবাহী ট্রলারে ৪ জন শ্রমিক রান্না করছিলেন বলে শুনেছি। হয়তো সেখানে থেকে ঘটনা ঘটতে পারে। একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, বাকি ৩ জনের ব্যাপারে এখনো জানি না।’
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম মিয়া বলেন, ‘ডিপো সংলগ্ন বড়িগঙ্গা নদীতে রাখা একটি তেলবাহী ট্রলারে আগুন লেগেছে। একজন আহত দেখেছি। নিহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।’
অনিক/মাসুদ