নরসিংদীর আলোচিত কান্তা হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গ্রেপ্তারকৃত মামুন মিয়া
নরসিংদী জেলার চাঞ্চল্যকর কান্তা হত্যা মামলার মূলহোতা দীর্ঘদিন ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মামুন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুড়িগ্রামের রৌমারী থানার সীমান্তবর্তী তুরারোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মামুন মিয়ার বাড়ি রৌমারী উপজেলার রতনপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে কুয়াকাটার একটি হোটেলে হত্যাকাণ্ডের শিকার হন নরসিংদীর বেলাবো থানার বিউটি পার্লারের মালিক কান্তা।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, নরসিংদীর আলোচিত কান্তা হত্যার মূলহোতা ২নং আসামি মামুন মিয়াকে রৌমারীর সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে নরসিংদীর বেলাবো থানার হত্যাকাণ্ড মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তাকে আদালতে পাঠানো হবে।
সৈকত/ফয়সাল