ঢাকা     রোববার   ৩০ জুন ২০২৪ ||  আষাঢ় ১৬ ১৪৩১

আমদানি নেই, হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম  

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ২৭ জুন ২০২৪  
আমদানি নেই, হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম  

দিনাজপুরের হিলিতে তিন দিনের ব্যবধানে খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা। প্রকার ভেদে ৭৫ টাকা কেজি দরের পেঁয়াজ খুচরা ৯০ টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন ক্রেতা। 

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে হিলি পেঁয়াজ বাজার ঘুরে দেখা যায়, গত তিন দিন আগে যে পেঁয়াজ পাইকারি বিক্রি হয়েছিলো ৭৫ টাকা কেজি দরে, আজ তা বিক্রি হচ্ছে ৮৫ টাকা কেজি হিসেবে। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। ঈদের পর ভারতীয় পেঁয়াজ এই বন্দরে আমদানি না হওয়ায় এবং দেশের মোকামে সরবরাহ কম হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে, বলছেন পেঁয়াজ ব্যবসায়ীরা। 

পেঁয়াজ কিনতে আসা মজিবর রহমান বলেন, আজ ৯০ টাকা কেজিতে পেঁয়াজ কিনতে হলো। এভাবে দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষের কি হবে?

পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, দেশের বাজারে দেশি পেঁয়াজ আমদানি কম এবং ঈদের পর ভারতীয় পেঁয়াজ আমদানি তেমন হয়নি। যার কারণে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে। গতকাল মাত্র এক গাড়ি ভারতীয় পেঁয়াজ এসেছে। পেঁয়াজ আমদানি বেশি হলে দামও কমে যাবে। 

মোসলেম/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়