ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

চুয়াডাঙ্গায় তুলাচাষীদের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ২৭ জুন ২০২৪  
চুয়াডাঙ্গায় তুলাচাষীদের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

চুয়াডাঙ্গা সদর উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরের তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৯টায় সদর উপজেলা আকুন্দবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, চুয়াডাঙ্গা একটি কৃষিবান্ধব জেলা। জুলাই মাস তুলা চাষের জন্য উপযুক্ত সময়। তুলা চাষ সম্পর্কে চাষিদের উদ্বুদ্ধ করতে হবে। বর্তমানে তুলার বাজার দর ভালো এবং তুলা চাষে প্রতি বছরই চাষিরা লাভবান হচ্ছেন। 

উল্লেখ্য, এ বছর জেলার ১ হাজার ৬৯০ জন কৃষক জনপ্রতি এক বিঘা জমিতে তুলা চাষের জন্য প্রয়োজনীয় হাইব্রিড ৮০০ গ্রাম তুলা বীজ, ২৬ কেজি ইউরিয়া, ৫০ কেজি ডিএপি ও ৫০ কেজি এমওপি সারসহ বিভিন্ন বালাইনাশক ও বৃদ্ধি নিয়ন্ত্রক বিনামূল্যে পাবেন।

মামুন/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়