ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে বাসচাপায় ভ্যানচালক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ২৭ জুন ২০২৪  
গোপালগঞ্জে বাসচাপায় ভ্যানচালক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস চাপায় ছকু শেখ (৬৫) নামে একজন ভ্যানচালক নিহত হয়েছেন। এতে নিলুফা বেগম (৩৩) নামে একজন নারী যাত্রী আহত হয়েছেন। আহত নিলুফা বেগমকে কাশিয়ানী ১০০-শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা তানভীর শাহ মহিলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ভ্যানচালক ছকু শেখ কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের মৃত আমির শেখের ছেলে। 

ওসি আবুল হাসেম মজুমদার জানান, ভ্যানচালক ছকু শেখ কাশিয়ানী উপজেলার ফুকরা থেকে ভ্যানে যাত্রী নিয়ে মিল্টন বাজার যাচ্ছিলেন। এসময় ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা তানভীর শাহ মহিলা মাদ্রাসার সামনে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক ছকু শেখ নিহত হন ও ভ্যানের যাত্রী নিলুফা বেগম গুরুতর আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত নিলুফা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

বাদল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়