ঢাকা     রোববার   ৩০ জুন ২০২৪ ||  আষাঢ় ১৬ ১৪৩১

শৈলকুপা থানায় হামলা মামলা, মেয়র পুত্র গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ২৭ জুন ২০২৪  
শৈলকুপা থানায় হামলা মামলা, মেয়র পুত্র গ্রেপ্তার

কাজী রফিকুল আশরাফ ওরফে রাজিব

ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলার মামলায় ডিবি'র অভিযানে গ্রেপ্তার হয়েছেন কাজী রফিকুল আশরাফ ওরফে রাজিব। সে শৈলকুপা পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র কাজী আশরাফুল আজমের পুত্র।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে শৈলকুপা পৌর এলকার চৌরাস্তা মোড় রোড থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শৈলকুপা থানায় হামলার পরিকল্পনা ও নেতৃত্বদানকারীদের অন্যতম আসামি কাজী রফিকুল আশরাফ রাজিবকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

প্রসঙ্গত, গত ৯ জুন শৈলকুপা থানায় বেপরোয়া হামলা, ভাংচুর ও আক্রমণের ঘটনা ঘটে। ক্ষমতাসীন দলের নামে একটি চক্র পরিকল্পিতভাবে এমন হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্যসহ অনেকে গুরুতর আহত হন। পুলিশ ১১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫ শ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

সোহাগ/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়