ঢাকা     রোববার   ৩০ জুন ২০২৪ ||  আষাঢ় ১৬ ১৪৩১

নেত্রকোনায় ৩০৬৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার 

নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২১, ২৭ জুন ২০২৪  
নেত্রকোনায় ৩০৬৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার 

নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ পথে আসা ২ কোটি ২০ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ করেছে টাস্কফোর্স। 

কলমাকান্দার টাস্কফোর্সের প্রধান সমন্বয়ক সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম গতকাল বুধবার (২৬ জুন) সকাল থেকে দিনব্যাপী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করেন। 

৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুর রহমানের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. আউয়াল হোসেন। এছাড়া বিজিবি ও পুলিশ বাহিনীর সদস্যরা এতে অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দার লেংগুরা ও খারনৈ ইউনিয়ন সীমান্তের চেংগ্নী, বলমাঠ, কুড়াখালি, কচুগড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০৬৪ বস্তা চিনি জব্দ করা হয়। চোরাচালানের মাধ্যমে আনা এসব চিনি নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হবে।' 

চোরাচালান বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

দেলোয়ার/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়